আকাশকে বলি

শিরশির করে ঢোকা হিমেল বাতাসে
দুলছে মশারি,
খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশ
তারায় খচিত আকাশের বুক।
অবাক করা সৌন্দর্য তোমার
তুমি কি কেবল ফ্রেমে বাঁধা হয়েই থাকবে?
দেখবে না তোমার কালিমা?
দেখতে পাওনা শারিরী কোন ছায়া
কোন কালো চক্র
কালো সাপ?
নিঃশ্বাসে যে ছড়াচ্ছে বিষ,
কোন নগ্ন শিশুর কান্না?
রমণীর ক্ষয়ে যাওয়া শরীর?
রক্ত মাংশের পিশাচ?
অন্ধকারের বুকে মুখ গুজে
একে একে তার প্রতিটি প্রাচীরের গায়ে
যে এঁকে দিচ্ছে কলঙ্কের দাগ।
ভোরবেলায় স্বাভাবিক সব কিছু
পাখির কলকাকলিতে মুখর
তবু মনে হচ্ছে পাখির গান থেমে যাচ্ছে,
ফুল ফুটছে
তবু মনে হচ্ছে ফোটার আগেই
দমকা হাওয়ায় তা ঝরে যাচ্ছে,
তুমি কি দেখতে পাওনা?
অস্থির পৃথিবী কেমন দুর্বিষহ করে দিচ্ছে জীবন?
তারপরও নিশ্চুপ তুমি
স্তব্ধ হয়ে দেখছ বুঝি আমাদের বেঁচে থাকা?
আমরা বেঁচে আছি,
আশ্চর্য সুন্দর।

পছন্দের আরো পোস্ট