শুরু হচ্ছে চঞ্চল চৌধুরীর বিদেশি পাড়া

ব্যস্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার তার অভিনীত ‘বিদেশি পাড়া’ শিরোনামের নতুন আরেকটি নাটকের প্রচার শুরু হচ্ছে আজ থেকে। নাটকটিতে তিনি অভিনয় করেছেন মজনু চরিত্রে।

নাটকটি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘সবসময় মনের মতো চরিত্রে অভিনয় করা হয় না। কিছু কিছু হয়। মজনু চরিত্রটি করে বহুদিন পর একটা ভালো কাজ করছি বলে আমার মনে হয়। বিদেশি পাড়া সত্যিই একটি ভালো কাজ।’

Post MIddle

নাটকটিতে তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নাটকে আমার নাম মজনু। আমার নামে একটা সুপারশপ রয়েছে। সেখানে কাজ করে ৩ জন সেলসম্যান। এ নিয়ে বেকায়দায় পড়ি প্রতিদিন। কারণ একটাই, চুরি! পুরো একটা গ্রামজুড়ে আমার ব্যবসা। গ্রামের নাম সোনার পাড়া হলেও বিদেশি পাড়া নামেই চেনে সবাই। কারণ এই গ্রামের বেশিরভাগ মানুষ বিদেশে থাকে। লন্ডন, সৌদি, কাতার, আবুধাবি, ওমান-সব দেশেই থাকে এই গ্রামের পুরুষরা।’

অরণ্য পাশা ও নাহিদ নিয়াজী রিপনের রচনায় বিদেশি পাড়া নাটকটি পরিচালনা করছেন হিমু আকরাম। পূবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত বিদেশি পাড়ায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, ওয়ালিউল হক রুমি প্রমুখ। নাটকটি প্রচার হবে একুশে টেলিভিশনে সপ্তাহের রবি থেকে শুক্রবার প্রতিদিন রাত ৮টায়।

পছন্দের আরো পোস্ট