ড্যাফোডিলের সাথে বিশ্বের ১০ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ফিলিপাইন, কম্বোডিয়া, চীন ও ইন্দোনেশিয়ার প্রখ্যাত ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে বাংলাদেশর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ৭-১০ নভেম্বর চীনের জিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া প্যাসিফিক (এইউএপি)-এর ৩২তম বার্ষিক সম্মেলনে এসব সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Post MIddle

সমঝোতা চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, সামার স্কুল, শিক্ষক প্রশিক্ষণ, স্বল্পকালীন ক্যাম্পাস পরিদর্শন, দ্বৈত ডিগ্রি, ক্রেডিট স্থানান্তর, যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সমঝোতা স্মারক

পছন্দের আরো পোস্ট