চুয়েট আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৭ এর ফাইনাল খেলায় ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৪ অক্টোবর (মঙ্গলবার) চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগকে ২-০ গোলে হারিয়ে তারা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধে মুহাম্মদ আলম রাফির গোলে ১-০ তে এগিয়ে যায় ইইই বিভাগ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ২-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন ইকবাল কবির সৈকত। ফাইনালে ইইই বিভাগের মুহাম্মদ আলম রাফি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এবারের আসরে ৬ টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন ইইই বিভাগের কাজী সিফাত। এছাড়া ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তোজাম্মেল হক।

Post MIddle

উক্ত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারিরীক শিক্ষা বিভাগের ডেপুটি চীফ বাবু নির্মল কুমার বড়–য়া। খেলার তত্ত্বাবধানে ছিলেন শারিরীক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জনাব ওয়াহিদ সালাম সোহাগ, জনাব আবদুল কাদের ও জনাব মুক্তি সাধন বড়ুয়া।

পছন্দের আরো পোস্ট