বেরোবিতে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘নিয়মিত স্বেচ্ছায় রক্তদান,দ্বি-দশক পূর্তির আহবান’এ স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি।

Post MIddle

দিবসটি উপলক্ষে আজ (২৪ অক্টোবর) ক্যাম্পাসের শেখ রাসেল চত্তর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পার্কের মোড় প্রদক্ষিণ করে আবার পূর্বের স্থানে এসে শোভাযাত্রা শেষ হয়।
এসময় র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরাও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এরপর বেলা ১.৩০টায় কেক কাটা হয় এবং বেলা ৩টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে বেরোবিতে বাধনের শাখা চালু হয়। বর্তমানে সারাদেশে ৫০ টিরও বেশী প্রতিষ্ঠানে বাঁধনের শাখা কাজ করছে।

পছন্দের আরো পোস্ট