ইবিতে কম্পিউটারাইজড সার্টিফিকেট ছাপানোর কার্যক্রম উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে মঙ্গলবার কম্পিউটারাইজড পদ্ধতিতে সার্টিফিকেট ছাপানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। হাতে লেখার পরিবর্তে মুল সার্টিফিকেট কম্পিউটারাইজড পদ্ধতিতে ছাপানোর এই কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, চতুর্থ সমাবর্তন উপলক্ষে গঠিত সার্টিফিকেট মুদ্রণ ও বিতরন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. আহসান উল হক আম্বিয়া, রেজিষ্টার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল কালাম আজাদসহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Post MIddle

উল্লেখ্য যে, এবার চতুর্থ সমাবর্তন উপলক্ষে গ্রাজুয়েটদের প্রদানের জন্য প্রায় ৩৮ হাজার সার্টিফিকেট প্রস্তুত করা হবে যা এই কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে তৈরী করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণের জন্য হাতে লেখার পরিবর্তে এই মেশিনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মুল সার্টিফিকেট পাওয়া যাবে। এতে করে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে দীর্ঘদিনের সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যে ভোগান্তি ছিল তা অনেকাংশে দুর হবে।

পছন্দের আরো পোস্ট