বাংলাদেশ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে ফল সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি।এ উপলক্ষে আজ শনিবার (১৪ অক্টোবর ২০১৭) ইউনিভার্সিটি মিলনায়তনে নবাগত ছাত্রছাত্রীদের এক পরিচিতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ নবীনদের উদ্দেশ্যে বলেন, “জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও অধ্যবসায়ের কোন বিকল্প নেই”। তিনি বাংদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার জন্য নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করে তা কাজে লাগানোর জন্য নবাগত ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ জনাব কামরুল হাসানসহ অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, আর্টস, স্যোসাল সায়েন্স এন্ড ল অনুষদের ডীন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব:)। এছাড়াও নবাগত ছাত্রছাত্রীরা তাদের প্রথম দিনের ক্যাম্পাস অনুভূতি ব্যক্ত করেন।

Post MIddle

ওরিয়েন্টেশন প্রোগ্রামসভাপতির বক্তৃতায় প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ বলেন, এদেশের ছাত্রছাত্রীদের উচ্চতর ডিগ্রি নেয়ার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন আছে । কিন্তু উচ্চ শিক্ষায় নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি মান সম্পন্ন শিক্ষায় বিশ্বাসী। যে শিক্ষায় মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে সক্ষম হয়, সে উদ্দেশ্যেই বাংলাদেশ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে।

ৃওরিয়েন্টশন অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইউনিভার্সিটির ফল সেমিস্টারে ভর্তিকৃত প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী এই ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন প্রোগ্রাম

পছন্দের আরো পোস্ট