জাবিতে বিজনেস ফ্যাকাল্টির প্রকল্প সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত বিজনেস ফ্যাকাল্টির গবেষণা প্রকল্পের সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন। সকাল দশটায় সেমিনার উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিজনেস ফ্যাকাল্টি বয়সে নবীন হলেও আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা রেখেছে।

Post MIddle

উপাচার্য গবেষণা কাজে সব ধরনের সহযোগিতা এবং শ্রেণিকক্ষ বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন নীলাঞ্জন কুমার সাহা।

সেমিনারে বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকগণ তাঁদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

পছন্দের আরো পোস্ট