কুবিতে ‘বিডি ক্লিন-কুমিল্লা’র যাত্রা শুরু

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’-স্লোগানে উদ্বুদ্ধ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘বিডি ক্লিন’ কুমিল্লা শাখার যাত্রা শুরু হয়েছে। শনিবার বিকালে ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভা থেকে সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনের কুমিল্লা শাখার কার্যক্রম শুরুর ঘোষণা দেন ঢাকা থেকে আগত ‘বিডি ক্লিন’র কর্তাব্যক্তিরা।

সংগঠনের ঢাকা বিভাগের কো-অর্ডিনেটর মেহরাব ফকির জানান, যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বর্জনে উৎসাহ, এসব অভ্যাস পরিবর্তনে ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই ‘বিডি ক্লিন’র মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে নিয়ে দেশব্যাপী স্বেচ্ছাসেবী তৈরি করে যাচ্ছে আমাদের ‘বিডি ক্লিন’। আমাদের উদ্দেশ্য ২০২০ বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দেশ হিশেবে বিশ^ দরবারে উপস্থাপন করা।

সংগঠনের টিম লিডার শাম্মী আক্তার বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের কাজ শুরু হয়েছে। ২০১৬-১৭ সময়ে আমরা বিভাগী পর্যায়ে টিম সিলেকশন করেছি। পর্যায়ক্রমে ২০১৭-১৮ সেশনে জেলা পর্যায়, ২০১৮-১৯ উপজেলা পর্যায় এবং ২০১৯-২০ গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের টিম কাজ করবে। এরই অংশ হিশেবে জেলা পর্যায়ে কুমিল্লা জেলার কাজ শুরু হচ্ছে আজ থেকে।

Post MIddle

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা ডিভিশনাল কো-অর্ডিনেটর মো: নাঈম বিল্লাহ হাওলাদার; কুমিল্লা জেলা কো-অর্ডিনেটর কনক ইসলাম; টিমসদস্য শাওন মোস্তফা, মোমিন মোহম্মদসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা।

কুমিল্লা জেলা কো-অর্ডিনেটর কনক ইসলাম জানান, কুমিল্লাকে একটি পরিচ্ছন্ন নগরী হিশেবে উপহার দিতেই ‘বিডি ক্লিন-কুমিল্লা’র পথচলা। ইতিমধ্যে দেশের ৫টি বিভাগীয় অঞ্চলসহ সর্বমোট ২৫টি জেলায় বিডি ক্লিনের কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে এ বছরের দেশের সবকটি জেলায় বিডি ক্লিনের কাজ শুরু হবে।

শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরার ছুটিতে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস খোলার পর প্রতি শুক্র ও শনিবার কুমিল্লার বিভিন্ন স্থান নির্বাচন করে পরিচ্ছন্নতার কাজ পুরোদমে শুরু করবেন বলে জানান ‘বিডি ক্লিন-কুমিল্লা’র সদস্যরা। একইসাথে স্বেচ্ছাসেবী মনোভাবাপন্ন যে কাউকে সাদরে সংগঠনের সদস্য করা হবে বলে জানান তারা।

প্রসঙ্গত, দেশকে পরিচ্ছন্ন করার দৃঢ় প্রত্যয় নিয়ে ২০১৬ সালের ৩ জুন ‘ঢাকা ক্লিন’ নামে যাত্রা শুরু করে সংগঠনটি। বর্তমানে সারাদেশে তাদের প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবী রয়েছে।

পছন্দের আরো পোস্ট