মেট্রোপলিটনে ‘টিম বিল্ডিং এন্ড সেলফ অ্যাসেসমেন্ট’ কর্মশালা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার অ্যাডুকেশন কোয়ালিটি অ্যানহান্সমেন্ট প্রজেক্টের আওতায় সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইনন্সিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘টিম বিল্ডিং এন্ড সেলফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সকল শিক্ষকদের নিয়ে গতকাল রবিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইকিউএসি’র হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের ডিন অধ্যাপক ড. মো. রবিউল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ। কর্মশালায় সকল শিক্ষক ছাড়াও আইন ও বিচার বিভাগের অধ্যাপক ব্যারিস্টার আরশ আলী উপস্থিত ছিলেন।

Post MIddle

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন বলেন, শিক্ষার গুণগতমান উন্নয়নে আইকিউএসির গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। টিম বিল্ডিং কর্মশালার মাধ্যমে শিক্ষকরা আত্মউন্নয়ন ঘটিয়ে আরো বেশি গুণগতমান সম্পন্ন শিক্ষা প্রদান করতে পারবেন।

আলোচকরা বলেন, উচ্চ শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেলফ অ্যাসেসমেন্ট বা আত্মউন্নয়ন পদ্ধতি বাধ্যতামূলক করেছে। এর মাধ্যমে শিক্ষক-কর্মকর্তারা তাদের সীমাবদ্ধতাগুলো অনুধাবন করে তা কাটিয়ে ওঠতে পারবেন।

পছন্দের আরো পোস্ট