বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের বাইরের সাতটি কেন্দ্র থেকে ২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৪৪ জন পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ। তাদের মধ্যে ৪৬ জন জিপিএ -৫ পেয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি রবিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের এই ফলাফল প্রকাশ করেন।

Post MIddle

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ মাসহুর উল-হক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ৬৮ জন, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২৪ জন, বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে ১৬ জন, সউদী আরবের জেদ্দা ও রিয়াদ অবস্থিত বাংলাদেশ ইনটারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে যথাক্রমে ৬৫ ও ৬১ জন, বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন এবং ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী পাস করেছে।

বাসস

পছন্দের আরো পোস্ট