সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

‘একটি গাছ একটি প্রাণ,সবুজ পৃথিবী, উন্নত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য কর্তৃক সারা দেশে একযোগে ৪ (চার) লক্ষ বৃক্ষ রোপনের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Post MIddle

রোববার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রথামিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, পিটিআই সুপার সরোয়ার জাহান, সহকারী সুপার ত্রিদীপ ঘোষ, আমার এমপি ডট কমের সাতক্ষীরা ০২ আসনের এ্যাম্বাসেডর মোঃ আব্দুর রহমান প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলায় মোট ৭ হাজার বৃক্ষ রোপন করা হবে। এসময় সাতক্ষীরা জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট