ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন এলাকায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় কেন্দ্রীয় মিলনায়তনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ৫০ টি লিচুর চারা রোপণ করা হয়।

Post MIddle

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। এর পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফুল, কাঁঠাল সহ বিভিন্ন চারা রোপন করব।’

পছন্দের আরো পোস্ট