৩৮তম বিসিএসের সার্কুলার জুনেই

চলতি জুন মাসেই ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩৮তম বিসিএসের শূন্য পদের তালিকা পেয়েছে কমিশন। বাংলার পাশাপাশি ইংরেজি প্রশ্নে অনুষ্ঠেয় এই বিসিএসে দুই হাজারের বেশি ক্যাডার নিয়োগের সুপারিশ করা হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ৩৮তম বিসিএসের সার্কুলার জারির পরিকল্পনা থাকলেও গত ১২ মার্চ থেকে শুরু হওয়া ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা নিয়ে ৭ জুন পর্যন্ত ব্যস্ত পিএসসি। তবে ৩৮তম বিসিএসের সার্কুলার জারির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কমিশন। ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই কমিশন সভায় সার্কুলার জারি সিদ্ধান্ত অনুমোদন করে তা পত্রিকায় প্রকাশ করবে পিএসসি।

Post MIddle

৩৮তম বিসিএসের উল্লেখযোগ্য শূন্য পদগুলো হলো- প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ৩০০টি, পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার ১০০টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ২২০টি, সহকারী ডেন্টাল সার্জন ৫টি, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৯টি, পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব ১৭টি, আনসার ক্যাডারের ৩১টি, মৎস্য ক্যাডারের ২০টি, সহকারী বন সংরক্ষক ২২টি, শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ের প্রভাষক ৯৭৩টি, ভেটেরিনারি সার্জন ২৫টি, সহকারী প্রকৌশলী ৩১টি, কর ক্যাডারের সহকারী কর কমিশনার ৯টি, তথ্য ক্যাডারের ৩৫টিসহ মোট দুই হাজার ৪২টি শূন্য পদ।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসে নতুন নিয়ম যুক্ত হচ্ছে। প্রশ্নপত্র ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই হবে। যাতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরাও অংশ নিতে পারে। তবে, সিলোবাস ও মানবন্টন আগের নিয়মেই রয়েছে।

পছন্দের আরো পোস্ট