শিক্ষাঙ্গনের নিরাপত্তায় লিডসাস

শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও আধুনিকায়ন উন্নত বিশ্বের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এখনো অনেকটাই উপেক্ষিত। সাম্প্রতিককালে এদেশের কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রক্রিয়ায় আধুনিকতা এলেও দীর্ঘমেয়াদে সেগুলোর রক্ষণাবেক্ষণ যে কষ্টসাধ্য, তা অস্বীকার করার কোনো উপায় নেই। ডিজিটালাইজেশনের এ যুগে যে প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে সমস্যাগুলোর সমাধান নিয়ে এসেছে তার নাম লিডসাস। ২০১৫- তে তরুণ উদ্যোক্তা সাদিক আল সরকার প্রতিষ্ঠা করেন লিডসাস প্রকল্প যা ‘লিডসাস ডিজিটাল প্রোগ্রাম’ নামেই সুপরিচিত। সাফল্যের সাথে দেশব্যাপী বিভিন্ন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্বমানের সিকিউরিটি ও আইটি পরিসেবা প্রদান করে যাচ্ছে টিম লিডসাস। এতে আধুনিক শিক্ষাসেবায় দেশ যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি নিরাপদ থাকছে শিক্ষার্থীরা।
  লিডসাস এর  চীফ অপারেটিং অফিসার সাঈদ সারোয়ার সাদী বলেন, ‘‘বাংলাদেশে শিক্ষাঙ্গনের নিরাপত্তার পাশাপাশি আধুনিকায়নের ধারণাটি নতুন না হলেও সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণে সচেষ্ট না হওয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ। টিম লিডসাস ডিজিটালাইজেশনের সার্বিক সুবিধাগুলো প্রোগ্রাম কাউন্সেলিং ক্যাম্পেইন – এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির ভেতর সচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছে।’’ যেহেতু, শিক্ষার্থীগণ দেশের ভবিষ্যতের কর্ণধার, সেহেতু তাদের নিরাপত্তাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া উচিৎ বলেও মনে করেন টিম লিডসাস এর এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
Post MIddle
পছন্দের আরো পোস্ট