হঠাৎ হল ছাড়ার নির্দেশে বিপাকে জাবির শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে শাখা ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীরা।এর আগে শনিবার দিবাগত রাতে জরুরি এক সিন্ডিকেট সভায় আজ সকাল ১০টার মধ্যেই হল ত্যাগের নির্দেশনা  দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে সকাল থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন।

হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই শিক্ষার্থীরা একে একে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করছেন। গতকালের পুলিশি হামলার পর সার্বিক পরিস্থিতে আতঙ্কিত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। যারফলে সাধারণ শিক্ষার্থীরা ভয়ে হল ছেড়ে দিচ্ছেন এমনটাই জানা গেল শিক্ষার্থীদের সাথে কথা বলে।

প্রথম রোজাতেই এমন হয়রানির শিকার হওয়ায় অনেক শিক্ষার্থীই ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, মধ্যরাত সাড়ে ১২টার দিকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাও আবার সকাল ১০টার মধ্যে ছেড়ে যেতে হবে। যা এ রোজার সময় কষ্ট হয়ে যাচ্ছে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিনিয়া বলেন, আমরা যারা ক্যাম্পাসের আশেপাশে টিউশানি কিংবা পার্ট টাইম জব করি তারা এখন দিশেহারা। অনেকেরই থাকার জায়গা নেই।

এদিকে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভ ডাক দিয়েছে। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘হল ভ্যাকেন্ড বাতিল, ভিসির বাড়িতে হামলার প্রতিবাদ, ও নিরাপদ সড়কের ৫দফা দাবিতে এ বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। ’

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে সমাবেত হওয়ার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের নির্দেশের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবেন বলে জানা গেছে। এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বাংলাদেশ  বলেন, হল ত্যাগের নির্দেশ বাতিল, ভিসির বাড়িতে হামলার প্রতিবাদ এবং পূর্বে উল্লেখিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ট্রান্সপোর্টে জড়ো হচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। #

পছন্দের আরো পোস্ট