৩০ লক্ষ শহীদের স্মরণে এন ইউ ক্যাম্পাসে ৩০টি বৃক্ষ রোপণ

২৫ শে মার্চ গণহত্যা দিবস পালনের অংশ হিসেবে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের ৯ মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর ঘৃণ্য ও বর্বর গণহত্যার শিকার ৩০ লক্ষ শহীদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩০ টি বৃক্ষ রোপণ করা হয়েছে।

Post MIddle

গণহত্যা দিবস উপলক্ষে ঐদিন সকালে ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভা শেষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধকালীন প্রথম বাংলাদেশ সরকারের ক্যাবিনেট সচিব ও বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রির রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম, আলোচক দৈনিক জনকন্ঠের নির্বাহী সম্পাদক জনাব স্বদেশ রায়, জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে ৩০টি সেগুন, নিম ও অন্য প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

পছন্দের আরো পোস্ট