রাবিতে ‘ক্যাম্পাস রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী ‘ক্যাম্পাস রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে রাবি প্রেসক্লাবের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম ও সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।

Post MIddle

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাতিল সিরাজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রের সিনিয়র রিপোর্টার তারেক মর্তুজা ও প্রথম আলো (ইংরেজি ভার্সন) সিনিয়র রিপোর্টার তৈয়ব আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপু ও এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম।

রাবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগের সঞ্চালনায় কর্মশালায় রাবি প্রেস ক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি সাংবাদিক সমতি ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।#

পছন্দের আরো পোস্ট