স্বাশিপের আলোচনা সভা

২৯ মার্চ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “জাতীয় শিক্ষক সমাবেশ” সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর কামরাঙ্গীর চর থানার উদ্যোগে বুধবার কামরাঙ্গীর চর আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ এর সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এছাড়াও বক্তব্য রাখেন স্বাশিপ এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না, মাওলানা কাজী জহিরুল ইসলাম, মোঃ হাসান গোলাম শেখ, আব্দুল গফুর, কেফায়েত উল্লাহ, রোজিনা পারভীন, আলাউদ্দিন আহমেদ, মৃত্যুঞ্জয় সমাদ্দার, এ.এস.এম নুরুল ইসলাম প্রমুখ।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান আলম সাজু ২৯ মার্চ, ২০১৭খ্রি. ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় শিক্ষক সমাবেশ সফল করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত, বেসরকারি শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, সর্বোপরী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 

পছন্দের আরো পোস্ট