খুবিতে আমেরিকান দূতাবাসের কালচারাল এ্যাফিয়ার্স স্পেশালিস্ট শাহিন খান

আমেরিকার মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ-সুবিধা বিষয়ে ১৫ মার্চ বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কালচারাল এ্যাফিয়ার্স স্পেশালিস্ট শাহিন খান আমেরিকার মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। পাঁচ ক্যাটাগরির ফুলব্রাইট স্কলারশিপের মধ্যে আমেরিকায় বাংলা ভাষা শিক্ষাদানের সুযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণের জন্য প্রচেষ্টা চালানোর আহবান জানান।

Post MIddle

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. আফরোজা পারভীন গত বছর ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় যান। এটা গর্বের বিষয়। তিনি অনুষ্ঠানে প্রফেসর ড. আফরোজা পারভীনের ফুলব্রাইট সনদটি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেন এর আগে তিনি ফুলব্রাইট স্কলারশিপ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপাচার্য আমেরিকান দূতাবাসের কালচারাল এ্যাফিয়ার্স স্পেশালিস্ট শাহিন খানকে ধন্যবাদ জানিয়ে বলেন এটি একটি ভালো উদ্যোগ। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফুলব্রাইট স্কলারশিপ পাওয়ার জন্য উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফুলব্রাইট স্কলার স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. আফরোজা পারভীনকে শুভেচ্ছা জানান। সভায় বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, সিইটিএল এবং আইকিউএসির পরিচালকদ্বয়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট