ডিআইইউতে কোড এক্সিকিউটিভ সিস্টেমের সমঝোতা

অফিস, রেস্টুরেন্ট ও ব্যাংকুয়েট হলে কারিগরি জ্ঞানসম্পন্ন ও দক্ষ জনশক্তি সরবরাহ করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও এনআইএমবিএলই কোড এক্সিকিউটিভ সিস্টেমের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১২ মার্চ) ড্যাফোডিল বিজনেস ইনকিউবেটর ভবনের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনআইএমবিএলই কোড এক্সিকিউটিভ সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. বদরুল আলম খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

Post MIddle

এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হামিদুল হক খান, তথ্যপ্রযুক্তি বিভােেগর ডেপুটি ডিরেক্টর নাদির বিন আলী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার খাদিজাতুল কোবরা এবং এনআইএমবিএলই কোড এক্সিকিউটিভ সিস্টেমের বিক্রয় বিভাগের পরিচালক মিস মিলিতা বাইরেজ।

পছন্দের আরো পোস্ট