ঢাবি উপাচার্যের সঙ্গে উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের সাক্ষাৎ

যুক্তরাজ্যের নটিংহাম ইউনিভার্সিটির স্কুল অব এডুকেশনের অধ্যাপক রোজিলিনি এম ফার্নান্দেজ-চুং এবং বিশ্ব ব্যাংকের শিক্ষা বিশেষজ্ঞ কোয়েন গেভেন (১২ মার্চ ২০১৭) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন।

Post MIddle

এসময় ইউজিসি’র কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, কোয়ালিটি এসিউরেন্স বিশেষজ্ঞ অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল-এর পরিচালক অধ্যাপক ড. শেখ শামীমুল আলম এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এসময় শিক্ষার গুণগত মান বিষয়ক পেশাগত প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের ব্যাপারে মত বিনিময় করা হয়।

পছন্দের আরো পোস্ট