কুবিতে ‘সুশাসনের জন্য অফিস ও আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইন্স্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আই.কিউ.এ.সি) এর আয়োজনে ‘সুশাসনের জন্য অফিস ও আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি বিশ্ববিদ্যালয়ের ‘ভার্চুয়াল ক্লাসরুমে’ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এর পরিচালনায় ও পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কুন্ডু গোপীদাস; বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম; বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার এবং বিশ্ববিদ্যালয় অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া।

Post MIddle

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুশাসনকে নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের আরো নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যতে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের যা করণীয় তা পর্যায়ক্রমে সবই করা হবে।’

কর্মশালায় সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, ‘আধুনিক বিশ্বের সাথে সংগতি রেখে ভবিষ্যতে এ ধরনের আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

পছন্দের আরো পোস্ট