সাতক্ষীরা মেডিকেল কলেজ পরিদর্শনে এমপি রবি

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের নব-নির্মিত ভবন ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল ছিল সাতক্ষীরাবাসীর স্বপ্ন। সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের এ স্বপ্নকে বাস্তবায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হকের নিবিড় প্রচেষ্টায় তা বাস্তবায়িত হয়েছে। নানা জটিলতা ও দেরিতে কাজ শুরু হওয়ায় আমাদের সেই স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতাল আজও পূর্ণাঙ্গ রুপে চালু করা সম্ভব হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীরগতি ও জনবল সংকটসহ নানা সমস্যায় কাজটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়নি। এছাড়া অত্যাধুনিক চিকিৎসার সকল যন্ত্রপাতি থাকলেও নেই টেকনিশিয়ান। সাতক্ষীরাবাসীর সাধারণ জনগণের স্বার্থে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল সমস্যা সমাধান করে দ্রুত সময়ের মধ্যে এটি পুর্ণাঙ্গরুপে চালু করতে হবে। তাহলে সাধারণ মানুষ কম খরচে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। সকল সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সমাধান করবেন বলে আশ্বাস দেন তিনি।’

Post MIddle

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ কাজী আরিফ আহমেদ, সহকারী অধ্যাপক ডাঃ হরষিত চক্রবর্তী, প্রকল্প পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মকসুমুল হাকিম, হেল্থ এডুকেটর মুরাদ হোসেন, আমার এমপি ডট কম এর সাতক্ষীরা ০২ আসনের এ্যাম্বাসেডর আব্দুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ। এ সময় তিনি প্রায় ২ ঘন্টা ব্যাপি নির্মানাধীন নতুন একাডেমীক ভবন, পুরুষ ও মহিলা হোস্টেল, প্রিন্সিপ্যাল কোয়ার্টার, প্রফেসর কোয়ার্টার এবং হাসপাতালের অপারেশন থিয়েটারসহ বিভিন্ন রোগীদের ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং রোগীদের খোজখবর নেন।

পছন্দের আরো পোস্ট