রাবি প্রশাসন ভবন অবরুদ্ধ করে সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছে মতিহার থানা আওয়ামী লীগ। বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াত-বিএনপি শিক্ষকদের নিয়োগ বাতিল এবং নিজ দলের নেতাকর্মীদের চাকরির দাবিতে শনিবার বেলা ১২টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী প্রশাসন ভবন অবরুদ্ধ করে রাখেন তারা।

এসময় নিজেদের দাবি না মানা হলে প্রশাসন ভবনে স্থায়ীভাবে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এসময় তারা নিজেদের নেতাকর্মীদের চাকরির দাবিতে প্রশাসন ভবনের গেট বন্ধ করে সমাবেশ করে। এরপর মহানগর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার এসে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন। এসময় প্রায় ঘণ্টাব্যাপী প্রশাসন ভবন অবরুদ্ধ হয়ে পড়ে।

Post MIddle

সমাবেশে ডাবলু সরকার বলেন, বিএনপির আমলে নিয়োগপ্রাপ্ত ৫৫৪ জনের মধ্যে মাস্টাররোলে থাকা ২৫০ জনকে আবারো অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলে আমরা শুনেছি। তাদের নিয়োগ দেয়া হলে এই প্রশাসন ভবনে স্থায়ীভাবে তালা লাগিয়ে দেওয়া হবে। সেটা আর কোনদিন খোলা হবে না।’

নিজেদের নেতাকর্মীদের নিয়োগ দাবি করে ডাবলু সরকার বলেন, ‘রাজশাহী স্কুল অ্যান্ড কলেজ, শেখ রাসেল মডেল স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যাচ্ছি তাদের কোন চাকরির ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে চাকরির বিষয়টি বাতিল করেছে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, নিয়োগের বিষয়ে আমাদের অবস্থান স্বচ্ছ রয়েছে। তারা বিভিন্ন গুজব ছড়িয়ে অযৌক্তিক দাবি করে আন্দোলন করছে। এখানে আমাদের কিছুই করার নেই।##

পছন্দের আরো পোস্ট