রাবিতে ছাত্রী হলসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রী হলসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার মহিলা জিমনেসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় বহুবর্ণ বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ শিউলী শামীম শান্তার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাত্রী ও ছাত্র হলসমূহের প্রাধ্যক্ষ, প্রক্টর, শচীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

Post MIddle

অনুষ্ঠানে সুপ্তা তানিয়া শারমিন ও মঞ্জুরিকা মশাল প্রজ্জ্বালন এবং ফাহমিদা ফারহা মীম শপথবাক্য পাঠ করান। এছাড়া প্রত্যেক হলের শিক্ষার্থীরা পৃথকভাবে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।
বিকেলে হলপ্রাধ্যক্ষবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন।

প্রতিযোগিতার ১৩টি ইভেন্টে শতাধিক খেলোয়াড় অংশ নেয়। তাপসী রাবেয়া হলের শিক্ষার্থী আজমিরাতুন জিম্মি নিঝুম শাহ ও শ্রাবণী সরকার ক্রীড়ানুষ্ঠানটির ধারাবর্ণনা করেন।#

পছন্দের আরো পোস্ট