জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি

আজ (১৮ ফেব্রুয়ারি) রবিবার ড. জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার, রাবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাদ্দাম হোসাইন, বর্তমান কমিটির সহ-সভাপতি কাজি আমিনুল হক লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও মিজানুল ইসলাম প্রমুখ।

Post MIddle

শিক্ষক সমিতির পক্ষে সংহতি প্রকাশ করে অধ্যাপক শাহ আজম বলেন, ছাত্রদের জন্য শিক্ষকের জীবন উৎসর্গ করার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। জোহা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা আমাদের গোটা ছাত্র-শিক্ষক সমাজের প্রাণের দাবি। আর তার আত্মত্যাগই ছাত্র-শিক্ষকের সম্প্রীতির প্রতিকৃতি।’

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার আত্মত্যাগের ফলশ্রুতিতেই বাংলাদেশ আজ স্বাধীন দেশ। এই ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে সরকার ড. জোহার আত্মত্যাগের চেতনা দেশে ছড়িয়ে দিবে এটাই এখন আমাদের প্রত্যাশা।’

মানববন্ধনে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন গোটা ছাত্র সমাজের অভিভাবক। তিনি তাঁর আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশে ইতিহাস রচনা করে গেছেন। তিনি ছাত্র-শিক্ষকের সম্পর্কের এক আদর্শ।’##

পছন্দের আরো পোস্ট