ঢাবি-এ ৭ম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘৭ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি আবুল বাসার মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আহসানুল আলম পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, অন্যান্যের মধ্যে রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার, ৭ম অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েবসহ রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Post MIddle

Olimpiadউপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্বাঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রসায়নে পারদর্শিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে দেশে রসায়ন শিক্ষার আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে এই শিক্ষা জনপ্রিয় করতে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড কার্যকর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, দেশের ৯টি কেন্দ্রের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচিত মোট ১৭১জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। চূড়ান্ত পর্বের বিজয়ী সেরা ১০জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- সানিডেইল ঢাকার তাজরিয়ান চৌধুরী, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকার পার্থ সরকার, সিলেট সরকারি মহিলা কলেজের সাদিকা জান্নাত তান-ঈমা, রাজশাহী কলেজের নোশিন উলফাত, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের মো: আবু রায়হান সজীব, রাজশাহী কলেজের মো: সাব্বির হোসেন, নটরডেম কলেজের মো: মেহেদী হাসান খাঁন, রাজশাহী কলেজের আদৃতা হোসেন নকশী, রাজশাহী সরকারি সিটি কলেজের আবু রেজা এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের রাহনুমা বিনতে রাশেদ।

পছন্দের আরো পোস্ট