একলা যখন তুমি

কোনো একদিন রাত্রি বেলা
আমায় যখন পড়বে মনে
তাকিয়ে দেখো চন্দ্রটাকে
জোছনা হবো তোমার সনে।

Post MIddle

অন্ধকারের ভীড়ে যখন
লাগবে ভীষণ একলা একা
জানালাটা খোলা রেখো
জোনাক হয়ে করবো দেখা।

রঙিন আলোয় রাঙা ভুবন
হবে যখন সাদা কালো
রংধনুর ঐ সাতটি রঙে
আকাশটাতে জ্বালবো আলো।

পথ হারিয়ে মন নদীতে
থাকবে যখন চুপটি বসে
পাঞ্জেরি হয়ে পথ চেনাবো
ভিড়বে তরী তোমার দেশে।

যখন সময় তোমায় নিয়ে
খেলবে কোনো দুখের খেলা
ঘড়ির কাটা উল্টে দিয়ে
বসাবো হাজার সুখের মেলা।

এত কিছুর পরেও যদি
আমায় ভেবে কান্না আসে
নিশ্বাস নিও বুকটা ভরে
বাতাসেতে থাকবো মিশে।###

  • উজ্জ্বল হোসেন সায়েম: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পছন্দের আরো পোস্ট