রিকশাচালকদের মাস্ক পরালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা!

যেন থমকে দাঁড়িয়ে দেখার মতো দৃশ্য। পতিত ধুলা, উড়ন্ত ধুলা আর বহুমাত্রিক মারাত্মক জীবাণুর এই শহরে অনেক মানুষই তো মাস্ক ব্যবহার করেন। তবে এই মাস্ক যে সুধীজন, জ্ঞানীজনদের পাশাপাশি রিকশাচালকদেরও পড়া উচিত- সেটাই করে দেখালেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (৮ ফেব্রুয়ারি, ২০১৭) ফার্মগেট-মিরপুর রোডে যাতায়াতকারী অন্তত শতাধিক রিকশাওয়ালাকে একের পর মাস্ক পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়টির সোস্যাল বন্ডিং ক্লাবের সদস্যরা। যে দৃশ্যটি দেখতে শুধু বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীই নয়, দাঁড়িয়ে ছিলেন অফিসগামী মানুষ, দোকানদারসহ পথচারীরাও।

Post MIddle

গ্রিন ইউনিভার্সিটির ট্রেজারার ও ছাত্র বিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. জেনারেল মো. মইনুল ইসলাম (এলপিআর), সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. আবুল হোসেন, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, গ্রিন সোস্যাল বন্ডিং ক্লাবের মডারেটর সিনিয়র লেকচারার আহসান হাবীব, সিনিয়র লেকচারার মো. সামিউল ইসলাম, সাকিবা ফারজানা, লেকচারার মো. মুনিরুজ্জামান, ক্লাব সভাপতি খালেদা আফরীন সাথী, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, জিনিয়া ফেরদৌস, মো. শফিকুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট