ঢাবি উপাচার্যের সঙ্গে কূটনীতিকের সাক্ষাৎ

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এম শহিদুল ইসলাম ৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফারহানা আহমেদ চৌধুরী এসময় তার সঙ্গে ছিলেন। বৈঠককালে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর ওপর তারা গুরুত্বারোপ করেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট