রাবিতে মাদার বখ্শের মৃত্যুবার্ষিকী পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম সংগঠক তৎকালীন পূর্ববঙ্গের বিশিষ্ট এমএলএ মাদার বখ্শের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদার বখ্শ হল আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদার বখ্শকে একজন ক্ষণজন্মা, জনহিতৈষী ব্যক্তিত্ব বলে উল্লেখ করা হয়। মরহুমের সঠিক মূল্যায়নের জন্য তাঁর অবদান স্থানীয়ভাবে চিন্তা না করে বৃহত্তর জনগোষ্ঠীর উন্নয়নের প্রেক্ষাপটে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

হল প্রাধ্যক্ষ প্রফেসর মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান। হলের আবাসিক শিক্ষক ড. মো. হাবিবুর রহমান আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Post MIddle

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মরহুম মাদার বখ্শের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট