ঝালকাঠিতে গণমাধ্যমকর্মিদের সাথে বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকদের মতবিনিমিয়

বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়, এমন দাবি জানিয়েছেন ঝালকাঠিতে দুটি সরকারি কলেজের কর্মরত বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা। বেসরকারি কলেজ জাতীয়করণের ক্ষেত্রে ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষারও দাবি করেন তারা।

Post MIddle

সোমবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।

বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা জানান, সরকার বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনা ও চাকুরির জন্য স্বতন্ত্র বিধিমালা প্রনয়ন করতে হবে। অন্যথায় সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলেও অভিযোগ করেন তারা। সম্প্রতি জাতীয়করণের আওয়াতাভুক্ত বেসরকারি কলেজের শিক্ষকদের বিসিএস ক্যাডার মর্যাদা দেওয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি শাখার সভাপতি ড. আ জ ম রুহুল কাদীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস বেপারী, মো. আবদুস সালাম, মাহামুদ মোর্শেদ ও নুসরাত জাহান। #

আরএইচ

পছন্দের আরো পোস্ট