ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের রিসলভ্ নেটওয়ার্কের পরিচালক ক্যানডেস রনডিয়াক্স-এর নেতৃত্বে ২-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন একই সংস্থার সহযোগী সমন্বয়কারী বেথানি এল. ম্যাকগান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। এসময় বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সন্ত্রাস, সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবেলায় আরও গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের রিসলভ্ নেটওয়ার্কের মধ্যে গণহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও তারা আলোচনা করেন। উল্লেখ্য, রিসলভ্ নেটওয়ার্ক হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা। #

আরএইচ

পছন্দের আরো পোস্ট