জাবি চলচ্চিত্র আন্দোলনের নতুন পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে প্রতিষ্ঠিত চলচ্চিত্র আন্দোলনের নতুন পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। পরিচালনা পর্ষদ গঠনের আগে সংগঠনের দ্বিতীয় অস্থায়ী পর্ষদ ও অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ গত ১৪ জানুয়ারি ২০১৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক কাউন্সিল সভায় মিলিত হন। কাউন্সিল সভায় সংগঠনের নতুন অভিজ্ঞতা ও সময়োপযোগিতা বিবেচনা করে সংগঠনের গঠনতন্ত্র পরিমার্জনার প্রস্তাব করা হয়। ব্যাপক আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে সভায় উপস্থিত কার্যকরী সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্রের পরিমার্জন সম্পন্ন হয়। তারপর সংগঠনের পরিমার্জিত গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠিত হয়।

১৪ জানুয়ারি ২০১৬ তারিখে গঠিত এক বছরের জন্য নির্বাচিত চলচ্চিত্র আন্দোলনের পরিচালনা পর্ষদ নিম্নরূপঃ

Post MIddle

সভাপতিঃ মশিউর রহমান
সহ সভাপতিঃ নাঈমুল আলম মিশু
সাধারণ সম্পাদকঃ তানজিলা হক তানি
সহ সাধারণ সম্পাদকঃ শাদ আশরাফ
সাংগঠনিক সম্পাদকঃ মাহাথির মুহাম্মদ
অর্থ সম্পাদকঃ বর্ষা বিশ্বাস
দপ্তর সম্পাদকঃ বি এম ফেরদৌস আলম
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ শামসুজ্জ্বোহা স্থির
পাঠাগার ও পাঠচক্র সম্পাদকঃ অংশুমান রায়
প্রযোজনা সম্পাদকঃ সিঘার্থ বিশ্বাস

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ শায়েখ ইবনে মিজান
কার্যকরী সদস্যবৃন্দঃ
০১। ইয়াসির আরাফাত বর্ণ
০২। রাকিবুল ইসলাম রাসেল
০৩। নূর-ঈ-নাজনীন
০৪। তাহজীর ফাইয়াজ চৌধুরী
০৫। অন্তু শাহরিয়ার
০৬। অরণ্যক পৃথিবী
০৭। শতাব্দী রায় সেতু
০৮। আকলাকুজ্জামান সুপ্ত
০৯। রাফিউল্লাহ রাফি
১০। হাসান মোহাম্মদ আসিফ

পছন্দের আরো পোস্ট