ইবিতে বুদ্ধিজীবী দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় মহান বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সোয়া ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং কালো পতাকা প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান উত্তোলন করেন।

বুধবার পতাকা উত্তোলন শেষে একটি শোক র‌্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে এসে শেষ হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারী।

এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিভিন্ন আবাসিক হল, বিভিন্ন বিভাগ, ইবি সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, ডিবেটিং সোসাইটি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মোনাজাত করা হয়। স্ব-স্ব আবাসিক হলের প্রোভোস্টরা পতাকা উত্তোলন করেন।

Post MIddle

পরে সকাল ১০টায় বীরশেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আইন ও মুসলিম বিভাগর সহকারী অধ্যাপক আরমিন খাতুন ও বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বক্তব্য রাখেন।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে বাংলা বিভাগের শিক্ষক বিশিষ্ট গবেষক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, স্বাগত বক্তা প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

পছন্দের আরো পোস্ট