বশেমুরবিপ্রবিতে ডিজিটাল শ্রেনীকক্ষ চালু

bsmrstuগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্লাসরুম ডিজিটালাইজড করার লক্ষ্যে হোয়াইট বোর্ড সরিয়ে ফেলে বসানো হচ্ছে এলইডি ইলেকট্রিক স্ক্রিন বোর্ড! এতে করে শেষ হচ্ছে মার্কার পেন ব্যবহারের দিন। অাসন সংখ্যায় দেশের পঞ্চম বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে প্রথম নেয়া হলো এধররেন উদ্যোগ।

Post MIddle

উল্লেখ্য, বিশেষ কলম দিয়ে সেখানে লেখা যাবে, এমনকি হাতের আঙুল দিয়েও। এসব লেখা সংরক্ষনেরও সুযোগ থাকবে। ফলে বহুবিধ ব্যবহারের সুযোগ রয়েছে এবং গবেষণার কাজে অগ্রগতি লক্ষ্যণীয় হবে। এছাড়া এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে এক সাথে অনেকগুলা কাজ করা যাবে। বিদ্যুৎ চলে গেলে এটি সাধারণ বোর্ড হিসেবে ব্যবহার করা যাবে।

যেকোনো লেখাই ফিরে পাওয়া যাবে। পরীক্ষামূলকভাবে বর্তমানে সিএসই বিভাগ ও এমবিএ ক্লাসে বসানো হয়েছে উন্নত প্রযুক্তির এই বোর্ড। পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাসরুম ও ল্যাবরেটরীতে এটি ব্যবহার করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে শ্রেনীকক্ষে উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে বিশ্ববিদ্যালয়ে নতুন যুগের সুচনা হয়েছে বলে মনে করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

পছন্দের আরো পোস্ট