ইবিতে এবার চালু হচ্ছে মুক্তিযুদ্ধ কর্ণার

IU Logoইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চালু করা হচ্ছে মুক্তিযোদ্ধা কর্ণার। ঘোষণাটি দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচ উদ্বোধনকালে তিনি একথা জানান।

উপাচার্য আরো বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফল আমরা ভোগ করছি। অথচ আমরা স্বাধীনতার সঠিক ইতিহাস জানি না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পথ সুগম করার স্বপ্ন নিয়ে এই কর্ণার চালু করা হবে। যেখানে দেশি বিদেশি লেখকের মুক্তিযুদ্ধ সংক্রান্ত বই, সংগৃহীত দলিলপত্র রাখা হবে।

Post MIddle

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আবদুস শাহিদ মিয়া, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলম বক্তব্য রাখেন। এছাড়া জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষকড. মো: জাহাঙ্গীর হোসেন, ড. মো: কামরুজ্জামান, মিন্নাতুল করিম, খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক আরমিন খাতুন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেন শেখ হাসিনা হল এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করেন শহীদ জিয়াউর রহমান হল। প্রতিযোগিতায় শেখ হাসিনা হল জয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচরকের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. তপন কুমার জোয়ার্দ্দার, ড.রবিউল ইসলাম, ড. দোবাশীষ শর্মা।

পছন্দের আরো পোস্ট