বেরোবির পরিবহপুলে যোগ হলো নতুন ২টি বাস

20161206_114042দীর্ঘদিন হতে পরিবহন বাবদ কর্মচারীদের কাছে হতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হতো। কিন্তু তাদের সে সুবিধা দেওয়া হতো না। আবার কর্মচারীদের ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৪ মাস আগে নিয়ে আসা হয় ২টি বাস। ফেলে রাখা হয় উপাচার্যের বাস ভবনে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওযায় অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এ বাস ২টি। এসময় ছাত্র-ছাত্রী ও কর্মকারীদের মাঝে ব্যাপক আনন্দ লক্ষ্য করা গেছে।মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. নূর-উন-নবী এ বাস ২টি উদ্বোধন করেন।

এর পরে মঙ্গলকামনায় করা হয দোওয়া। মুনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামছুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও প্রায সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের নেতা মইনুল হোসেন উপাচার্যকে ধন্যবাদ দিয়ে বলেন,‘দীর্ঘদিন পরে হলেও বাস দুটো উদ্বোধন করায় পরিবহন সংকট হতে বেচে গেলাম। এখন আমরা বাসে যাতায়াত করতে পারবো। সত্যি অনেক আনন্দ লাগছে।’

লোকপ্রশান বিভাগের ফারুক নামে একজন শিক্ষার্থী জানান,‘আমরা অনেক সময় বাদুরঝুলা হয়ে যাতায়াত করতাম। কিন্তু আমাদের জন্য বাস নিয়ে এসে উপাচার্য স্যার তার বাস ভবনে ফেলে রাখেন অনেকদিন হতে। আর আজকে তা দেওয়ায় উনাকে (উপাচার্য) ধন্যবাদ।’

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুল সূত্রে জানা গেছে,নতুন চালু হওয়া বাস ২টির প্রত্যেকটিতে ৫২ টি করে সীট রয়েছে। নতুন এ বাসদুটোসহ ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৫ টি , কর্মকর্তাদের জন্য ৩৬ সীটের ১ টি, কর্মচারীদের জন্য ৫২ সীটের ১ টি, শিক্ষকদের জন্য ১২ সীটের ১টি মাইক্রো ও ২৯ সেিটর একটি বাস, ১ টি অ্যাম্বুলেন্স এবং দাপ্তরিক কাজ করার জন্য ২টি মাইক্রোবাস পরিবহনপুলে রয়েছে।

পুল সূত্রে আরো জানা গেছে, ছাত্র-ছাত্রীদের ৫ টি বাসের একটি ভাড়ায় চালিত। আর এসব বাসের মোট সীট সংখ্যা হলো মোট ২৪০ টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থী, ৪ শত ২ জন কর্মচারী, ১৩৪ জন শিক্ষক ও ১ শত ৪২ জন কর্মকর্তা রয়েছে। এ অনুপাতে পরিবহনপুলে আরো পরিবহন সংযোগ করা সময়ের দাবি বলেও অনেকেই মনে করছেন।

নতুন চালু হওয়া বাস দুটো সম্পর্কে উপাচার্যে কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘এ সম্পর্কে কোন কিচুই বলা যাবে না। শুধু জেনে রাখো আমরা বাস উদ্বোধন করলাম।’

পছন্দের আরো পোস্ট