খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সম্প্রসারণ মাঠ সফর সমাপ্ত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী সম্প্রসারণ মাঠ সফর সম্পন্ন হয়েছে। উক্ত মাঠ সফরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান কৃষির উন্নয়ন ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিবিদদের অবদান উল্লেখ করেন। এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ অংশগ্রহণকারী বি,এস, সি-এজি (অনার্স) ৪র্থ বর্ষ (১২ ব্যাচ) এর ছাত্র-ছাত্রীবৃন্দ ও অনুষ্ঠানে উপস্থিত উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সামনে সম্প্রসারণ সফর এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Post MIddle

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন সহযোগী অধ্যাপক মোঃ মতিউল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাবেক ছাত্রী কৃষিবিদ রুবায়েত আরা। ৩ দিনব্যাপি অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলার জাতি গঠনমূলক বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ তাদের স্ব স্ব বিভাগের সংগঠনিক কাঠামো, কর্মপদ্ধতিসহ চলমান প্রকল্পসমূহের উপর আলোকপাত করেন। এ ছাড়া ছাত্রছাত্রীবৃন্দ শস্যকর্তন, মাঠ দিবস, কৃষক মাঠ স্কুলসহ কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ পর্যায়ের চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

পছন্দের আরো পোস্ট