কুয়েট পদার্থবিদ্যা বিভাগে ওয়ার্কশপ

kuet-news_sac-training-program-physics_30-11খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পদার্থবিদ্যা বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটি কর্তৃক আয়োজিত “টীম বিল্ডিং ওয়ার্কশপ: সেল্ফ-এসেসমেন্ট এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স ইন হায়ার এডুকেশন ইন দি ডিপার্টমেন্ট অব ফিজিক্স” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ নভেম্বর) বুধবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

Post MIddle

পদার্থবিদ্যা বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম এবং পরিচালক, আইকিউএসি প্রফেসর ড. তারাপদ ভৌমিক।

স্বাগত বক্তৃতা করেন পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। ট্রেইনিং প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, দপ্তর প্রধানগণসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট