শীতের বিকেল

mustafijমৃদু হিমবাহ, কুয়াশার চাদর,জড়সড় করে সব,

রবির কিরণ নিভে,কিচিরমিচির শালিকের রব।

শীত আসিতেছে উত্তর হতে,বাতাস করে ভারি,
গরম কাপড়,কাঁথা কম্বল, সঙ্গি করে তারি।

আজান ফুঁকে ওই মুয়াজ্জিন, দিন বুঝি ফুরালো,
হিমেল হাওয়ায় মন ভিজে তাই,ঘর কোনে লুকালো।

Post MIddle

আঁধার করে দিনের আলো,
জড় করে রাতের কালো,
শীতের বুড়ি ধিরপদে তাই সঙ্গি হতে চায়।

হাত বাড়িয়ে কাছে টেনে,
নিজের খুবই আপন জেনে,
নাতিপুতি,ছেলেবুড়োর সঙ্গ খুজে পায়।

গাছগাছালি, পাখপাখালি,সবুজ বনের হিয়া,
আলতো করে জড়িয়ে নিতে চুপটি করে গিয়া।

রব থেমে যায়সারা দিনের, রাত্রি নামে পটে,
লাল টুকটুক,সূর্যি মামা ছবি আঁকে তটে।

 

 

  • মুস্তাফিজ রুবেল, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
পছন্দের আরো পোস্ট