শাবিতে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

shabi/শাবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে। ইতোমধ্যে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশও করা হয়েছে।

Post MIddle

আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.sust.edu/admission বা যে কোনো মোবাইল অপারেটর থেকে SUST< space >SEATPLAN< space > Admission-Roll লিখে ১৬২৪২ এ খুদে বার্তা পাঠিয়ে জানা যাবে।

ভর্তি পরীক্ষার জন্য ২ কপি এডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ছবি সংযুক্ত করে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে এবং admission@sust.edu ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে জানা যাবে।

পছন্দের আরো পোস্ট