স্টামফোর্ডে তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যবিষয়ক সেমিনার

রোববার (২০ নভেম্বর, ২০১৬) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে মাইক্রোবায়োলজি ও কম্পিউটার সায়েন্স এ- ইঞ্চিনিয়ারিং বিভাগ যৌথভাবে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানে সফটওয়ার, এর প্রযুক্তি ও গণিত ব্যবহার।’ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. রাশেদ নূর এবং কম্পিউটার সায়েন্স এ- ইঞ্চিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. কামরুদ্দিন নূর।

Post MIddle

অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরওয়ের বারজেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ল্যামো এবং একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং, গণিত ও পদার্থবিদ্যার অধ্যাপক ড. তালাল রহমান। বক্তারা বাংলাদেশে স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে যেসব বিষয় সমস্যার সৃষ্টি করছে সেগুলো তুলে ধরেন। স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে কীভাবে তথ্যপ্রযুক্তি (আইটি) ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্যাবলি ব্যবহার করা যেতে পলে তার ওপর আলোকপাত করেন। সেমিনারে এসব বিষয়ে আলোচনার পাশাপাশি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও নরওয়ের বারজেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোর ওপর আলোচনা করেন। সেমিনারটি পরিচালনা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সদস্য ফারহানাজ ফিরোজ।#

পছন্দের আরো পোস্ট