সম্মেলনে যোগ দিতে কুয়েট উপাচার্য ভারতে

KUET VCভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘স্পেশাল টক’ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক সম্মেলনে’ অংশগ্রহণের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর আজ (২১ নভেম্বর) সোমবার ভারতে গমন করেছেন।

আগামীকাল (২২ নভেম্বর) মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট স্টাডিজ বিভাগে পৌর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের উপর তিনি স্পেশাল টক প্রদান করবেন।

Post MIddle

এরপর তিনি আগামী ২৪থেকে ২৬ নভেম্বর পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট” এ অংশগ্রহণ করবেন। কনফারেন্সের প্রথম দিন তিনি ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স রিকভারী ইন বাংলাদেশ’ শীর্ষক টেকনিক্যাল পেপারের উপর প্লিনারী স্পিচ উপস্থাপন করবেন এবং দ্বিতীয় দিন ‘মিউনিসিপাল ওয়েস্ট ম্যানেজমেন্ট’ সেশনে চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্মেলন শেষে আগামী ২৭ নভেম্বর কুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ক্যাম্পাসে প্রত্যাবর্তন করবেন।

পছন্দের আরো পোস্ট