সবুজের ম্যাগাজিন

সবুজের ম্যাগাজিন
রায়হান মুশফিক


Post MIddle

শত শত সবুজের পাণ্ডু্লিপি থেকে তুলে অানি সর্বশেষ-
একটা ভয়ংকর গল্প কিংবা প্রেমের কবিতাগুচ্ছ!
প্রচ্ছদে আঁকা সাদা কালো রমণী;
খেয়াঘাট,
নৌকার গলুই।
রং ঢালি প্রচ্ছদে;
হলদে শাড়ীর আভায়-
রমণীর গা বেয়ে সোনা ঝরে,
ধোয়াশা খেয়াঘাট
কালছে নৌকো
গলুইটা মেটে বুঝি।
আকাশে একে দিই রংধনু
জীবন্ত হয়ে ওঠে প্রচ্ছদ!
ঐদিকে সবুজের কানাকানি শুনি-
সমতল অববাহিকায়
ধাপে ধাপে পাহাড়ের গায়;
দিনগোনে প্রতিক্ষায়
সবুজ সাময়িকীর।
কবিতায় গল্পে লেগে থাকে সবুজের প্রাকৃতিক আভা-
অক্ষরে অক্ষরে,
চরণে চরণে।
নৈসর্গিক বৈকালে সবুজের মখমলে
বৃক্ষ-গুল্ম-লতা
সবুজের সমস্ত চাদর হাতে পায়;
একটা আস্ত ম্যাগাজিন!

kobita-raihan-kobita

পছন্দের আরো পোস্ট