কুয়েটে অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সুবিধাদি উন্নয়ন” শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

Post MIddle

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, তওই কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান (পরিকল্পনা) রফিক আহম্মদ সিদ্দিক, ইউজিসি এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ আব্দুর রেজ্জাক, পরিকল্পনা কমিশন এর যুগ্ম প্রধান প্রকৌঃ খন্দকার আহসান হোসেন, ইউজিসি এর উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)) মোঃ ফজলুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের উপ-প্রধান (শিক্ষা উইং) প্রভাষ চন্দ্র রায়, কুয়েটের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ আনিসুর রহমান ভুইয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-পরিচালক (আই এম ই ডি) মোঃ মশিউর রহমান, কুয়েটের নির্বাহী প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং সভার সদস্য সচিব কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ।##

পছন্দের আরো পোস্ট