রাষ্ট্রপতির কাছে ইউজিসির বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি আবদুল হামিদ উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন। সোমবার বিকেলে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বার্ষিক প্রতিবেদন-২০১৫ রাষ্ট্রপতির কাছে পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

Post MIddle

প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণ প্রজন্ম যাতে সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে ইউজিসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন হামিদ।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

প্রতিনিধিদলটি ওই প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কমিশন গৃহিত নানাবিধ কর্মকান্ড সম্পর্কে রাষ্টপতিকে অবহিত করেন।

প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি আরো সময়োপযোগি করার লক্ষ্যে একটি সংসদীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এসময় উপস্থিত ছিলেন। (বাসস)#

পছন্দের আরো পোস্ট