জাবি ছাত্রছাত্রীদের নির্মিত টেলিছবি “মনে আছে তো?”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নির্মিত টেলিছবি “মনে আছে তো?” এর প্রিমিয়ার শোতে  আপনাদের স্বাগতম।

Post MIddle

আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত। তারই ধারাবাহিকতায় আমরা নির্মান করেছি টেলিছবি “মনে আছে তো?” ।

এই নাটকের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে একজন নিম্মবিত্ত্য পরিবারের ছাত্রের জন্য স্বাভাবিক জীবনযাপন কতটা কষ্টকর। পাশাপাশি আমরা দেখাতে চেয়েছি সাধারন ছাত্র ছাত্রীদের মধ্যে অর্থনৈতিক বিভাজনের সাথে সাথে স্বাভাবিক সম্পর্কগুলোর তারতম্য।

প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু দুঃখ থাকে। আমরা আমাদের নাটকের মাধ্যমে কিছু ব্যক্তিগত দুখকে স্পর্শ করতে চেয়েছি। আমাদের নাটকের প্রতেকটা চরিত্র আমরা নিয়েছি আমাদের চারপাশের জীবন থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রী একটা না একটা চরিত্রের মধ্যে নিজেকে খুজে পাবেন।

আর পাঁচটা গল্পের মতো আমরা কোনো মুখরোচক গল্প বলতে চাইনি। আমাদের চারপাশের খুবই সাধারন, এতটাই সাধারন যা আমাদের চোখে পড়ে না। আমরা সেরকমই একটা গল্প বলতে চেয়েছি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিহাব শাওন, নাঈম আবির, অনিক দাস, রেফাত হাসান সৈকত, তানজিদা ইয়াসমিন, রাফিউল শাহীদা প্রাপ্তি, অধরা ত্রিপুরা মার্সি, নাজিফা আনজুম রিয়া।

নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন রিসান আহমেদ। চলচ্চিত্রগ্রহন করেছেন মাজহারুল ইসলাম সৈকত। প্রযোজনা করেছেন মোঃ আবু হানিফ।

নাটকটি আগামী ৩০ অক্টোবর জহির রায়হান মিলনায়তনে বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে।

নাটকটির টিকিটের মূল্য রাখা হয়েছে বিশ টাকা।

নাটকটি দেখে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিবেন, এবং যথাযথ প্রচারে সহযোগীতা করবেন বলে আশা রাখি।

কৃতজ্ঞতায় রিসান আহমেদ। পরিচালক, “মনে আছে তো?”

পছন্দের আরো পোস্ট