ফাতেমা খাতুন রুনা’র কবিতা `প্রিয় সেজদি’

Post MIddle

প্রিয় সেজ দিদি
কেমন আছো দিদি?
আমাকে চিনতে পারছো ,
আমি তোমার সেই দুষ্ট বোনটি।

কে ? পাগলিটা নারে !
কেমন আছিস?
হ্যারে পাগলির আত্বা
আজ আমি বড্ড বিপদে দিদি,
চোখের সামনে খেলা ঘরের মত সংসার ভেঙ্গে যাচ্ছে।

আমি কিছুই করতে পারছি না
কাউকে বলতে পারছি না,
কষ্ট হচ্ছে খুব,চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে
দিদি বল না কি করব আমি ?
মুখ খুলিনা সমাজের ভয়ে
আমার নিস্পাপ মনে আজ ব্যথার অনল বইছে,
চরিত্রে কলঙ্কের টিপ পরানো হয়েছে,
দুখে নিজেকে হত্যা করে ইচ্ছে করছেরে দিদি।

জানিস দিদি , আমার মেয়ের, আমার হৃদয়ের মা
তাদের কান্না ভেজা চোখের দিকে তাকাতেই পারছি না,
স্বপ্ন ভড়া ডাগড় আঁখিতে আজ আত্বহত্যা খেলা করে ।

বাবার স্নেহ , মায়ের মততার বলিদান দিতে হচ্ছে আজ
দিদি ও দিদি, বলনা কিছু
আমার অন্তর ফেটে যাচ্ছে ,
খুব কষ্ট হচ্ছে বল না কি করব আমি ?

দিদি আমি চলে গেলে তুই আমার সন্তানদের দেখবি তো ?
রোজ ওদের একটু খোঁজ নিস অন্তত্য একবার হলেও
আর বলিস আমায় যেন ভুল না বুঝে।

পছন্দের আরো পোস্ট